প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন জাকির নায়েক


প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন জাকির নায়েক

প্রখ্যাত ইসলামি বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। রোববার (১২ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ এ তথ্য নিশ্চিত করেন।

আলী রাজ বলেন, “সোমবার (২০ অক্টোবর) একটি কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনের সময়সূচি ও স্থান বিস্তারিতভাবে জানানো হবে।”

তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও প্রোগ্রাম করার পরিকল্পনা আছে।”

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়। এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×