সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার একটি আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন। সোমবার, ২৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের রায়ে উল্লেখ করা হয়, এসব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ লেনদেন হয়েছে। তদন্তে উঠে এসেছে, তৌফিকা করিম নিজ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে আদালতের জামিন কার্যক্রম, চাকরি বাণিজ্য, বদলি প্রভাবিত করাসহ নানা ধরনের অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ অর্জন করেছেন।
তদন্তে আরও জানা যায়, এসব টাকার একটি বড় অংশ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি এবং জমি কিনেছেন, পাশাপাশি বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এ কারণে তার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে খোলা থাকা মোট ১১৪টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
আদালত জানায়, এই হিসাবগুলোতে এখন পর্যন্ত ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা হয়, যার মধ্যে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে এসব অ্যাকাউন্টে মোট ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবশিষ্ট রয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে বিভিন্ন দেশে অর্থ পাচার করেছে মর্মে তথ্য পাওয়া যায়। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) (২৬) ও (১৪) ধারা মতে সম্পৃক্ত অপরাধ।
এছাড়া, অর্থ যাতে অন্যত্র স্থানান্তর না হয় সে জন্য অ্যাকাউন্টগুলো অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন বলে রায়ে উল্লেখ করা হয়।
পরিশেষে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪(১) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালকের প্রতি নির্দেশনা জারির জন্য আদালত অনুরোধ জানায়।