ঠাকুরগাঁওয়ে ঘরে মিলল মা-মেয়ের অর্ধগলিত লাশ
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৪৬ এম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলায় মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে নিজ ঘর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন - সুমিলা রানী (৪০) এবং তার মেয়ে শাপলা (২০)।
স্থানীয়রা জানায়, শাপলা প্রতিবন্ধী ছিলেন। মা ও মেয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন।
স্থানীয়রা আরও জানায়, কয়েক দিন ধরে বাড়ি থেকে কোনো সাড়া-শব্দ না আসায় তাদের সন্দেহ হয়। বিকালে এনজিও কর্মী কিস্তির টাকা নিতে আসে বাড়ির পাশে গিয়ে দুর্গন্ধ পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে মা ও মেয়ের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ভূল্লী থানার ওসি দীন মোহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে।”