ইনুর পক্ষে মামলা লড়বেন জ্যেষ্ঠ আইনজীবী পান্না
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পক্ষে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এর আগে তিনি ইনুর সঙ্গে সাক্ষাৎ করেন।
আইনজীবী পান্না বলেন, “রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগও এর বাইরে নয়।” তিনি আরও মন্তব্য করেন, দেশে মব কালচারের দৌড়াত্ম্যে ন্যায়বিচার পথ হারিয়েছে, আর সেই সুযোগ রাষ্ট্র ব্যবহার করছে। এ অবস্থায় তিনি ইনুর পক্ষে আদালতে আইনি লড়াই করবেন বলে জানান।
তবে তিনি স্পষ্ট করে বলেন, “হত্যায় যারাই জড়িত, তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি নৈতিকভাবে মৃত্যুদণ্ডের বিরোধী।”
এদিন ইনুকে ট্রাইব্যুনালে আনার কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের প্রক্রিয়ায় তাকে আদালতে হাজির করা হয়।
এর আগে ২৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। একইসঙ্গে ২৯ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা এবং ওইদিনই অভিযোগ গঠনের শুনানি নির্ধারণ করা হয়। ওই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এবং আবদুস সাত্তার পালোয়ান।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলনের সময় ইনু টেলিভিশনে বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে আখ্যায়িত করেন এবং উসকানি দেন। একইসঙ্গে সরকার কর্তৃক কারফিউ জারি, লেথাল উইপন ব্যবহার, গুলি ও বোমা হামলাসহ বিভিন্ন পদক্ষেপে সমর্থন দেন। এছাড়া শেখ হাসিনার সঙ্গে ফোনে যোগসাজশ ও সহায়তার মাধ্যমে এসব পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ইনুর বিরুদ্ধে এ মামলায় মোট আটটি অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।