এখন থেকে সাবধানে কথা বলব: আমীর হামজা


এখন থেকে সাবধানে কথা বলব: আমীর হামজা

কুষ্টিয়ায় সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা বলেছেন, তিনি এখন থেকে বক্তব্য দেওয়ার সময় আরও সচেতন থাকবেন।

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর বাটিকামারা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান বক্তা হিসেবে অংশ নেন আমীর হামজা। তিনি বলেন, “এখানে মূলত জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করেছি। জামায়াতে ইসলামী যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে রাজনীতি করে সেটা বলার চেষ্টা করেছি।”

সাম্প্রতিক সময়ে কয়েকটি ইসলামি মাহফিলে দেওয়া তার কিছু বক্তব্য ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক নিয়ে জানতে চাইলে তিনি জানান, বক্তব্যে সাবধানতা অবলম্বনের বিষয়ে দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। হামজা বলেন, “দলীয় চাপ বলতে; দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে। কথা বলতে গেলে ‘দেড়-দুই ঘণ্টার মধ্যে স্লিপ অব টাং হয়ে যায়’ সেদিকেও আমি এখন থেকে সতর্ক থাকব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দীন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথির আসনে ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের প্রার্থী আফজাল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন ও কামরুজ্জামান মিয়া, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মামুনুর রশিদ, পৌর আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম, পৌর যুব জামায়াত সভাপতি হাফেজ মাসুদ রানা এবং ছাত্রশিবিরের সভাপতি রিয়াদ আলা মাহমুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×