অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণে আর বাধ্যবাধকতা নেই


অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণে আর বাধ্যবাধকতা নেই

রপ্তানির বিপরীতে অগ্রিম পাওয়া অর্থের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারকদের নগদ প্রবাহ বাড়ানো এবং রপ্তানি কার্যক্রম সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, বিদেশি ক্রেতার কাছ থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের নিয়ম বাতিল করা হলো। তবে, প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রপ্তানিকারকের একটি নিশ্চিত চুক্তি বা এলসি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। এছাড়া, সংশ্লিষ্ট রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের জন্য যথাযথ সক্ষমতা থাকতে হবে। অগ্রিম পাওয়া অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, "এই শিথিলতা রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে। একই সঙ্গে ব্যাংকিং তদারকির মাধ্যমে নিয়ম-নীতি মেনে চলা নিশ্চিত করবে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×