ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড


ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে; অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটি দায়ের করা হয় ২০২৩ সালের ৭ ডিসেম্বর। অভিযোগকারী মো. আবুল কালাম আজাদ আদালতে উল্লেখ করেন, আসামিরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২৪ সালের ১৭ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করে। একই বছরের ৯ ডিসেম্বর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। বিচারকালে তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ইভ্যালি কোম্পানি তৈরি করে গ্রাহকদেরকে প্রতারণার ফাঁদে ফেলে। কোম্পানি চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতো। এক্ষেত্রে বাদী ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা প্রদান করেন।

ইভ্যালির পক্ষ থেকে ৭ থেকে ৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। উল্টো বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়ে বাদীর টাকা আত্মসাৎ করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×