জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:৪৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদ এবং দলের কর্মী খায়রুল খান জুয়েলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিদের হাজতখানা থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। অপরদিকে তাদের আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা জামিন আবেদন করেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে কায়সার আহাম্মদকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশান-১ গোল চত্বরে ৩০-৩৫ জন ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে বিক্ষোভ মিছিল বের করে। তারা “ছাত্রলীগ” ও “আওয়ামী লীগ” ব্যানার ব্যবহার করে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। অভিযোগ রয়েছে, আসামিরা ওই নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দণ্ডনীয় অপরাধে জড়িত হন।