হাসিনা-আসাদুজ্জামান কোনো অপরাধ করেননি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী


হাসিনা-আসাদুজ্জামান কোনো অপরাধ করেননি: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধে জড়িত নন বলে দাবি করেছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন জানান, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জবানবন্দির দিন নির্ধারিত ছিল। সে অনুযায়ী জেরা করা হয় তাকে। জেরার একপর্যায়ে মামুন ক্ষমা চান। এ সময় আইনজীবী বলেন, “ক্ষমা চাইলেই সবকিছুর ক্ষমা হয় না। অনেক কিছুর ক্ষমা হতে পারে, কিন্তু হত্যা মামলার কোনো ক্ষমা হয় না।”

জেরার প্রথম অংশ শেষে তিনি আরও বলেন, “যদি সাবেক আইজিপি মামুন হত্যার সঙ্গে জড়িত থাকেন কিংবা স্বীকার করেন, তবে তারও বিচার হওয়া উচিত। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। কিন্তু আমি জেরার মাধ্যমে বোঝাতে চাই যে তিনি নির্দোষ নন। আর যাদের তিনি অপরাধী বলছেন, আমি মনে করি তারা কোনো অপরাধ করেননি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, “আমার মক্কেল তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ বা হত্যার সঙ্গে সম্পৃক্ত নন। তারা কাউকে কোনো নির্দেশও দেননি।”

এদিন বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া জেরা চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত। এরপর বিরতি দিয়ে আবারও বিকেল আড়াইটায় মামুনকে জেরা করা হয়।

অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ানসহ আরও অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×