সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বুধবার (৩ সেপ্টেম্বর) জামিন আবেদন শুনানির ঠিক আগে তা প্রত্যাহার করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে দুপুরে তার জামিন শুনানি হওয়ার কথা ছিল। শুনানির আগে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কক্ষে উপস্থিত ছিলেন। তবে শুনানির এক পর্যায়ে লতিফ সিদ্দিকীর আবেদন প্রত্যাহার করা হয়।
লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, আমরা প্রথমে ওকালতনামায় স্বাক্ষর করতে চাচ্ছিলাম না। পরে সাংবাদিক জেড আই খান পান্নার ওকালতনামা দেখার পর তিনি স্বাক্ষর করেন। জামিন আবেদনের উদ্দেশ্য ছিল অসুস্থ ও বয়স্ক লতিফ সিদ্দিকীর পক্ষে মেডিকেল রিপোর্ট আদালতে উপস্থাপন করে শুনানি করা। কিন্তু পরিবারের পক্ষ থেকে সময়মতো মেডিকেল রিপোর্ট সরবরাহ করা সম্ভব হয়নি, তাই আমরা আবেদন প্রত্যাহার করেছি।
এর আগে, গত ২৮ আগস্ট লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান, সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার সময় একদল লোক তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে ১৬ জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় লতিফ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লতিফ সিদ্দিকী ছাড়া অন্যরা জামিনের জন্য আবেদন করলে তা আদালত প্রত্যাখ্যান করেছিল।