৭৫ কোটি টাকার কর ফাঁকি

এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা


এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

৭৫ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের দুই ছেলে ও কর কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির, সাবেক উপ কর কমিশনার আমিনুল ইসলাম।

এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা আসামি হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, প্রাক্তন এসএভিপি মো. আহসানুল হক, প্রাক্তন এসএভিপি রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন ও গাজী মুহাম্মদ ইয়াকুব।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সহায়তায় জালপত্র তৈরি করে তা ব্যবহার করেছেন। ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ বা কালো টাকা সাদা করার জন্য ১২৫ কোটি টাকার আয়কর দিতে থাকলেও তারা মাত্র ৫০ কোটি টাকা পরিশোধ করেন। ফলে সরকারের ৭৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৮০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে, গত বছরের অক্টোবর মাসে সাইফুল আলমের দুই ছেলের আয়কর নথিতে অযৌক্তিক সুবিধা দেওয়ার অভিযোগে আয়কর বিভাগের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×