জামিন আবেদন লতিফ সিদ্দিকীসহ ৭ জনের, শুনানি দুপুরে


জামিন আবেদন লতিফ সিদ্দিকীসহ ৭ জনের, শুনানি দুপুরে

ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ সাতজন জামিন চেয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট কায়েস আহমেদ অর্নব জামিনের আবেদন দাখিল করেন।

তিনি বলেন, "দুপুরে জামিনের বিষয়ে শুনানি হবে। আশা করছি, তারা জামিন পাবেন।"

যারা জামিন চেয়েছেন, তারা হলেন: গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, এবং আব্দুল্লাহীল কাইউম।

মামলার বিবরণ অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় কাজ করতে ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। সংগঠনটির উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া। এর অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে সভাস্থলে ঢুকে পড়ে। তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে কয়েকজন অতিথিকে লাঞ্ছিত করেন। গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং বক্তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

বহু অতিথিকে বের করে দেওয়া হলেও আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন তারা।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে। পরদিন (শুক্রবার) শাহবাগ থানায় পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।

অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন: অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহাম্মদ আলী এবং মো. আব্দুল্লাহ আল আমিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×