সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু হবে বেলা ১১টা থেকে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:২৪ এম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভূইয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর আদালতের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে। আপিল বিভাগের কার্যক্রম চলবে বিরতিহীনভাবে বেলা ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, এর আগের দিন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের দেওয়ানি আইন বিষয়ে প্রখ্যাত বিশেষজ্ঞ ও সিনিয়র অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ ভূইয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর।