আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

ঢাকার গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন তার জামিনের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ আগস্ট ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের মধ্যে বাকপ্রতিবন্ধী সাইদ শেখের সঙ্গে বাকি দুই আসামি ছিলেন রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।
গ্রেপ্তারের পর ২৫ আগস্ট তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান, সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে আদালতে উপস্থাপন করেন এবং কারাগারে রাখার আবেদন করেন।