গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে


গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ৩ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাহ উর রহমান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক নাজমুস সাকিব কিরণকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী এম এম ফারুক রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৩ সালের ১৮ নভেম্বর যশোরের শার্শা এলাকা থেকে আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীসহ আরও কয়েকজন আন্দোলনে অংশ নেন। রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৪ এর আজমপুরে অবস্থিত নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সদস্যরা হামলা চালিয়ে গুলিবর্ষণ করেন। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে এবং তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি এ বিষয়ে মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×