হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’


হাসিনার আইনজীবী হতে জেড আই খান পান্নার আবেদন, ট্রাইব্যুনালের ‘না’

জুলাই ও আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হিসেবে নিজেকে মনোনীত করার জন্য আবেদন করেছেন বিতর্কিত আইনজীবী জেড আই খান পান্না।

মঙ্গলবার (১২ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এ তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার এই আবেদন জমা দেন।

এর আগে, ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি ইতোমধ্যেই কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেছেন। তাই ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার এই নতুন আবেদনের কোনো গুরুত্ব দেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকায় এই ধরনের আবেদনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাইব্যুনালের বক্তব্য ছিল, "ট্রেন চলে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলা হয় ট্রেনে ওঠার সুযোগ নেই," যা আবেদন গ্রহণের অযোগ্যতার ইঙ্গিত দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×