জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪১ পিএম, ১১ আগস্ট ২০২৫

রাজধানীর উত্তরায় জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় হত্যা প্রচেষ্টা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। হাইকোর্টের এক আদেশে তিনি এই জামিনে মুক্তি পান।
রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন এবং বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। তবে জামিনের বিষয়টি গণমাধ্যমে আসে সোমবার (১১ আগস্ট)।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর উত্তরা পূর্ব থানার অধীন আজমপুর এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তি গুলি চালায়। সেই সময় টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফসহ অনেকেই ওই বিক্ষোভে অংশ নিচ্ছিলেন।
পরবর্তীতে, ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি ১১ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। সেই মামলায় অভিনেত্রী শমী কায়সারের নামও অন্তর্ভুক্ত ছিল।
২০২৪ সালের ৫ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর উত্তরা সেক্টর-৪ এলাকায় অবস্থিত শমী কায়সারের বাসা থেকে তাকে আটক করে। পরদিন, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।