ভার্চুয়ালি হাজিরা দিলেন আসামিরা জুলাই গণঅভ্যুত্থানের মামলায়
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৪ পিএম, ১১ আগস্ট ২০২৫

রাজধানীর আলোচিত জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা ও হত্যাচেষ্টার পৃথক মামলাগুলোতে সোমবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছেন ১১ জন প্রভাবশালী রাজনীতিক ও ব্যক্তিত্ব, যাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন উপদেষ্টা সালমান এফ রহমান।
ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে এই ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈন উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “এখন থেকে হাই-প্রোফাইল আসামিদের হাজিরার শুনানি ভার্চুয়ালি হবে, তবে রিমান্ড শুনানি সরাসরি আদালতে হাজির করেই পরিচালিত হবে।”
কেরানীগঞ্জ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হাজিরা সম্পন্ন হয়। ভার্চুয়াল হাজিরা দেওয়া আসামিদের মধ্যে ছিলেন—সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও শাজাহান খান; সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং জুনাইদ আহমেদ পলক; সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও সাদেক খান; নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা আবুল হাসনাত আদনান ও মোস্তফা কামাল।
মামলার তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় হাজিরা দিয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, ইনু, মেনন ও শাজাহান খান। মিরপুর মডেল থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজিরা দেন কামাল আহমেদ মজুমদার। কলাবাগান থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টার মামলায় যুক্ত ছিলেন সাদেক খান, আর যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা চেষ্টার মামলায় হাজিরা দেন কাজী মনিরুল ইসলাম মনু। কলাবাগান থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে ভার্চুয়ালি হাজিরা দেন আবুল হাসনাত আদনান ও মোস্তফা কামাল।
উল্লেখ্য, চলতি বছরের ৭ আগস্ট নিরাপত্তার কারণ দেখিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান নির্দেশ দেন, জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী বা উচ্চপদস্থ রাজনৈতিক আসামিদের কারাগার থেকেই ভার্চুয়াল হাজিরা দেওয়ার ব্যবস্থা থাকবে। এ নির্দেশনার পর, ঢাকা মহানগর হাকিম আদালতের ২৮ নম্বর কক্ষকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটালাইজ করে এই ব্যবস্থার বাস্তবায়ন শুরু হয়।