শহিদুল আলমের বিরুদ্ধে করা মামলা বাতিল


শহিদুল আলমের বিরুদ্ধে করা মামলা বাতিল

তথ্যপ্রযুক্তি আইনে আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এই রায়ের ফলে মামলাটিকে আর কার্যকর হিসেবে বিবেচনা করা যাবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মামলার কার্যক্রম বাতিল চেয়ে দাখিল করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি তামান্না রহমান খালেদীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

শুনানিতে শহিদুল আলমের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী জাহেদ ইকবাল, আবদুল্লাহ আল নোমান, প্রিয়া আহসান চৌধুরী এবং মনিয়া হক মনি।

এ বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, “হাইকোর্ট মামলাটি অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন।”

এর আগে, ২০২3 সালের ৪ নভেম্বর মামলার তদন্ত কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেন বাতিল হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বৃহস্পতিবার সেই রুলেরই চূড়ান্ত নিষ্পত্তি হয়।

মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন শহিদুল আলম।

প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হয়। ওই বছরের অক্টোবরেই প্রণীত হয় ডিজিটাল নিরাপত্তা আইন।

২০১৮ সালের ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তার বাসা থেকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে “উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানোর” অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে ৬ আগস্ট রিমান্ডে নেওয়া হয়। একই দিন তার জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলবন্দি অবস্থায় ১১ সেপ্টেম্বর তার জামিন আবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালত খারিজ করেন। পরে ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।

অবশেষে, ১৫ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শহিদুল আলমকে জামিন মঞ্জুর করেন। প্রায় তিন মাস ১৬ দিন কারাবন্দি থাকার পর ২১ নভেম্বর তিনি মুক্তি পান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×