রাঙ্গার পুত্র-কন্যাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা


রাঙ্গার পুত্র-কন্যাসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রভাবশালী সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলার প্রেক্ষাপটে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পর এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দুদকের পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম একটি আবেদন জমা দেন, যেখানে রাঙ্গা, তার ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, “মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা সরকারি পদ ও প্রভাব ব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, যার মধ্যে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ হিসেবে গণ্য হয় এমন কার্যকলাপ রয়েছে।”

এতে আরও বলা হয়, “গোপন এবং নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। তারা বিদেশে পালানোর উদ্দেশ্যে এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে।”

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা দেশ ত্যাগ করলে চলমান অনুসন্ধানে বিঘ্ন ঘটার শঙ্কা রয়েছে। সে কারণেই তদন্ত সুষ্ঠু রাখতে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×