হত্যা মামলায় কারাগারে আনিসুল-সালমান


হত্যা মামলায় কারাগারে আনিসুল-সালমান

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে।

শুক্রবার (২৫ জুলাই) রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম মীর। তিনি আসামিদের জেলহাজতে পাঠানোর আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৩ জুলাই মামলাটিতে দুইদিনের রিমান্ডে পাঠানো হয় দুইজনকে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২১ জুলাই যাত্রাবাড়ী থানার কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে হামলার শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ হন তিনি এবং হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাস পর, ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওমরের মৃত্যুর ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি সৈয়দ তানভীর আহমেদ যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ৭৯ জনকে আসামি করা হয়। আনিসুল হককে ৮ নম্বর এবং সালমান এফ রহমানকে ১১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এরও আগে, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর পর থেকে ঢাকার বিভিন্ন থানায় অন্তত ৫০টির বেশি মামলায় পর্যায়ক্রমে রিমান্ডে নেওয়া হয় তাদের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×