সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করেছে হাইকোর্ট


সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করেছে হাইকোর্ট

ফেসবুকে উচ্চ আদালত নিয়ে দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে দায়ের করা আদালত অবমাননার একটি আবেদন নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে করা এই আবেদনটি রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিষ্পত্তি করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

আইনজীবী জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, হাইকোর্ট আবেদনটি “ডিসপোসড অফ” (নিষ্পত্তি) করেছেন। তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে বিষয়টি বিস্তারিত জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, প্রয়োজনে আপিল বিভাগে যাওয়া হবে।

মামলার পটভূমিতে জানা যায়, গত ২২ মে একটি ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও আর্থিক সুবিধার মাধ্যমে কিছু আসামিকে জামিন দেওয়া হয়, যেখানে প্রকৃত মজলুমদের জামিন মেলে না। তিনি দাবি করেন, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে, অপরদিকে বিএনপির সংশ্লিষ্ট কিছু দাগী আসামি জামিন পাচ্ছেন। তিনি এমন পরিস্থিতির জন্য বিচার বিভাগ এবং আইনজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “টাকা ও রাজনৈতিক সুপারিশের জোরে অনেক খুনির জামিন হয়, অথচ নিরপরাধ ও নির্যাতিত মানুষ বছরের পর বছর জামিন পায় না। শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে বহু মানুষ নিহত হয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেসব ঘটনায় বিচার হয়নি।”

এই স্ট্যাটাসকে “বিচার বিভাগের মর্যাদাহানিকর ও অবমাননাকর” আখ্যা দিয়ে গত ২৪ মে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। কিন্তু ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় গত ২৮ মে তিনি আদালত অবমাননার আবেদন করেন।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত সেটি খারিজ করে দেয়। এরপর সারজিস আলমের স্ট্যাটাসটি সামনে আসে। আইনজীবীর ভাষ্যে, এতে বিচার বিভাগের প্রতি জনসাধারণের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

হাইকোর্ট এখন পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি করলেও পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করছে পূর্ণাঙ্গ আদেশের উপর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×