তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:০৬ পিএম, ১৪ জুলাই ২০২৫

দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
রায়ে আদালত উল্লেখ করেছেন, মামলার তদন্ত কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণে ব্যর্থ হয়েছেন। ফলে আসামিদের দোষী সাব্যস্ত করার উপযুক্ত আইনগত ভিত্তি পাওয়া যায়নি।
এর আগে, গত ২৮ মে বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চে রায় ঘোষণার মাধ্যমে তাদের আপিল গ্রহণ করেন হাইকোর্ট। শুনানি শেষ হয়েছিল ২৬ মে।
মামলার শুনানিতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম। অন্যদিকে, আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া।
২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান দুর্নীতির মামলায় তারেক রহমানকে দু’টি ধারায় ৯ বছরের এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।
পরবর্তীতে জুবাইদা রহমানের কারাদণ্ড এক বছর স্থগিত করা হয়। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করার পর চলতি বছরের ৬ মে তিনি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন।