শহীদ পরিবারের পাশে থাকাই অনুপ্রেরণার উৎস: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম


শহীদ পরিবারের পাশে থাকাই অনুপ্রেরণার উৎস: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্যরা পাশে থাকলে দায়িত্ব পালনে বাড়তি সাহস ও অনুপ্রেরণা পাওয়া যায়।

রোববার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, "যখন শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে এসে দাঁড়ান, তখন আমাদের কষ্টকর দায়িত্বগুলোও অনেক সহজ মনে হয়। তারা আমাদের মনের জোর ও মনোবল অনেক বাড়িয়ে দেন।"

ছবির ক্যাপশনে তাজুল ইসলাম জানান, এতে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×