শহীদ পরিবারের পাশে থাকাই অনুপ্রেরণার উৎস: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:৪১ পিএম, ১৩ জুলাই ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্যরা পাশে থাকলে দায়িত্ব পালনে বাড়তি সাহস ও অনুপ্রেরণা পাওয়া যায়।
রোববার (১৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেন, "যখন শহীদ পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে এসে দাঁড়ান, তখন আমাদের কষ্টকর দায়িত্বগুলোও অনেক সহজ মনে হয়। তারা আমাদের মনের জোর ও মনোবল অনেক বাড়িয়ে দেন।"
ছবির ক্যাপশনে তাজুল ইসলাম জানান, এতে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ ফারহান ফাইয়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।