আপিল করবে দুদক

টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা স্থগিতাদেশ হাইকোর্টের


টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা স্থগিতাদেশ হাইকোর্টের

ব্রিটিশ সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিষয়টি সামনে আসার পর, স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তাহসিন আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মামলার এক আসামি, রাজউকের সাবেক কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামানের আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন এবং রুল জারি করেন।

মামলার পেছনের প্রেক্ষাপটে জানা যায়, রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষকে বিশেষ সুবিধা দিয়ে একই ভবনে টিউলিপ সিদ্দিক বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল দুদক একটি মামলা দায়ের করে, যাতে টিউলিপ সিদ্দিক ছাড়াও রাজউকের তৎকালীন দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়।

মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে থাকলেও, হাইকোর্টের এ স্থগিতাদেশ তদন্তে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুদক। কমিশনের আইনজীবী এম এ আজিজ খান জানান, তদন্ত চলাকালে হাইকোর্টের এমন নির্দেশনা তাদের জন্য আশাহত করেছে। তার মতে, স্থগিতাদেশের ফলে চার্জশিট দাখিল ব্যাহত হতে পারে। এ জন্য দুদক দ্রুত আপিল করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে আদালত তদন্ত শেষে বিষয়টি বিচার করতে পারেন।

তবে আইনজীবী খান এ-ও জানান, হাইকোর্টের লিখিত আদেশে পুরো মামলাটি নয়, বরং শুধুমাত্র পিটিশনার হিসেবে শাহ খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত স্থগিত থাকতে পারে। বিষয়টি পরিষ্কার হলে দুদক পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×