'পিস টিভি বাংলা' পুনরায় চালুর দাবি, সরকারকে আইনি নোটিশ


'পিস টিভি বাংলা' পুনরায় চালুর দাবি, সরকারকে আইনি নোটিশ

খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ডা. জাকির নায়েকের পরিচালিত ইসলামিক চ্যানেল ‘পিস টিভি বাংলা’ পুনরায় চালুর আহ্বান জানিয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৩ জুলাই) এ নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুজ্জামান।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর তদন্তে উঠে আসে যে হামলাকারীদের একজন ডা. জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সরকার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়।

তবে সম্প্রতি ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর পর একটি ইউটিউব ভিডিওতে ডা. জাকির নায়েক বলেন, পিস টিভি বাংলা ছাড়াও চ্যানেলটির ইংরেজি, উর্দু ও চাইনিজ সংস্করণগুলো স্যাটেলাইটের মাধ্যমে স্বাভাবিকভাবেই সম্প্রচারে রয়েছে। তিনি দাবি করেন, পিস টিভির স্যাটেলাইট সম্প্রচার কখনোই বন্ধ হয়নি, শুধু বাংলাদেশ ও ভারতের মতো কিছু দেশে ডাউনলিংকের অনুমতি প্রত্যাহার করায় কেবল নেটওয়ার্ক থেকে এটি দেখা যাচ্ছে না।

তিনি আরও জানান, বাংলাদেশে পুনরায় সম্প্রচারের অনুমতির জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ডা. জাকির নায়েক আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অনুমতি মিললে পিস টিভি বাংলা কয়েক দিনের মধ্যেই পুনরায় কেবল মাধ্যমে সম্প্রচার শুরু করতে পারবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×