জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:২৪ পিএম, ১০ জুলাই ২০২৫

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি স্বেচ্ছায় এই হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বলেন, “আমি এই ঘটনায় জড়িত ছিলাম। সব রহস্য উন্মোচন করব।”
একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে ৪ আগস্ট।
এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুনকে। তদন্ত প্রতিবেদন অনুসারে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণহত্যার প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশদাতা। মামলার অন্য দুই আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এ বছরের ১২ মে তদন্ত দল আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর আগে, ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত কাজ ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ, হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এ মামলা হয়। তদন্তে দাবি করা হয়, সরকারের নির্দেশেই এ হামলা চালানো হয়, যাতে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ।