ঢাকা আইনজীবী সমিতির ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


ঢাকা আইনজীবী সমিতির ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাড়ে এগারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক কাযকর তিন কমিটির ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

এ মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- ২০২২-২০২৩ সালের কমিটির সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও কোষাধ্যক্ষ নুর হোসেন। তাদের বিরুদ্ধে মামলাটি করে বর্তমান অ্যাডহক কমিটির সদস্য জহিরুল হাসান মুকুল।

এছাড়া ২০২৩-২০২৪ সালের কমিটির সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সহ-সভাপতি প্রাণ নাথ ও কোষাধ্যক্ষ বিবি ফাতিমা মুন্নীকে আসামি করা হয়েছে।

পাশাপাশি ২০২৪-২০২৫ সালের কমিটির সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটি করে সৈয়দ মইনুল হোসেন।

তিনটি অভিযোগে বলা হয়, আসামি পরস্পর যোগসাজশে ৩২ হাজার আইনজীবীর টাকা বিভিন্ন সময় মিথ্যা ভাউচার কাটিয়ে উল্লেখিত আসামিরা সমিতি থেকে উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×