সরাসরি সম্প্রচার হচ্ছে হাসিনার বিচারকাজ


সরাসরি সম্প্রচার হচ্ছে হাসিনার বিচারকাজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১ জুন) সকালে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। এরপর দুপুর সোয়া ১২টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার শুরু হয়েছে।

এর আগে শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। তিনি বলেন, বিচার এমনভাবে করা হবে যাতে কেউ এর মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অভিযুক্ত অন্যান্যের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওই দিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে এক হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার।

চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ মোট পাঁচটি অভিযোগের প্রমাণ মিলেছে। একই ধরনের অপরাধের প্রমাণ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×