চট্টগ্রামে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতি, আটক ৬


চট্টগ্রামে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতি, আটক ৬

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হামাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনার প্রেক্ষিতে ছয়জনকে আটক করেছে।

এই ঘটনা বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটেছে। আহতদের জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) জুলাইযোদ্ধা হিসেবে দাবি করেছে। সংঘর্ষের সময় স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানিয়েছেন, তারা হাসপাতালে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকেরাসহ অন্যরা এর প্রতিবাদ করলে ওই সময় ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন জুলাইযোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।”

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×