নিয়োগ পরীক্ষায় অসদুপায়: পরীক্ষার্থী ও দুই কর্মচারীকে ৭ দিনের কারাদণ্ড


নিয়োগ পরীক্ষায় অসদুপায়: পরীক্ষার্থী ও দুই কর্মচারীকে ৭ দিনের কারাদণ্ড

পটুয়াখালী সদর উপজেলার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থী এবং বিদ্যালয়ের দুই কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার শৌলা গ্রামের বাসিন্দা পরীক্ষার্থী মো. কামরুল খান (২৮), বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শহিদ, বিদ্যালয়ের হিসাব সহকারী আউয়াল হোসেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, পরীক্ষার হলে গুনগুন শব্দ শুনে সন্দেহ হলে এক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করা হয় এবং একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিদ্যালয়ের দুই কর্মচারীর সম্পৃক্ততা স্বীকার করেন। পরে তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এই ঘটনার প্রেক্ষিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১২৮ ধারায় তিনজনকেই ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা রিমি বলেন, “নিয়োগ পরীক্ষা চলাকালীন ১৯ নম্বর কক্ষে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×