সুন্দরবনে অভিযান: ৫০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ২
- খুলনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কালাবগি স্টেশনের বনপ্রহরিদের অভিযানে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। হরিণ শিকারে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সুন্দরবনের কালাবগি খাল এলাকায় টহলরত অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দাকোপ উপজেলার কালাবগি এলাকার আ. মজিদ গাজির ছেলে ইয়াসিন গাজি (৪৫) এবং একই এলাকার মৃত হাসান সানার ছেলে মাসুদ সানা (৩৮)।
কালাবগি স্টেশনের কর্মকর্তা মো. আ. ছালাম জানান, “টহলের সময় একটি নৌকা সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে পাশপারমিট দেখার জন্য বলা হয়। তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।”
তিনি আরও জানান, “আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা (পিওআর মামলা) দায়ের করা হয়েছে এবং কোর্ট হাজতে পাঠানো হয়েছে।”