স্বর্ণের দোকানের আলমারি তুলে নিয়ে গেল ডাকাত দল
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

ফরিদপুর সদরের বায়তুল আমান বাজারের মেঘলা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার দিকে দোকানের ভেতর থেকে দুর্বৃত্তরা মালামালসহ একটি আলমারি তুলে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের নৈশপ্রহরী আব্দুর রহিম ও শেখ ফয়েজ উদ্দিনকে মাথা ও ঘাড়ে আঘাত করে জখম করে। এরপর তারা দিলীপ কুমারের স্বর্ণের দোকানে প্রবেশ করে ডাকাতি চালায়। জখম নৈশপ্রহরীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকান মালিক দিলীপ কুমার জানিয়েছেন, ডাকাতরা তার দোকান থেকে স্বর্ণ, রুপা এবং নগদ ৪৫ হাজার টাকা নিয়ে গেছে। তবে তারা কতটা স্বর্ণ ও রুপা নিয়ে গেছে তা তিনি নির্দিষ্টভাবে জানাতে পারেননি।
আলমারিটি পরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর কানাইপুর বন বিভাগের রাস্তার পাশে ভাঙা অবস্থায় পাওয়া যায়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, দোকানে ঠিক কতটা স্বর্ণ ছিল তা মালিক জানাতে পারেননি, তবে রুপা ৮ থেকে ১০ ভরি ছিল বলে জানা গেছে।