ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


ময়মনসিংহে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ নগরীতে এক অটোচালককে নির্মমভাবে হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভাটি বাড়েরা বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত চালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি ফুলবাড়ীয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল চারটার দিকে মাসুদ ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে তার অটোরিকশা নিয়ে বের হন। রাতে ভাটি বাড়েরা বাইপাস সড়কে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রাত দুইটার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ও হাসপাতালের মর্গ পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহত মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে, সেখানেই তার মৃত্যু হয়। হত্যার উদ্দেশ্য ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×