শিপইয়ার্ডে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি, ১০ লাখ টাকার লোহা লুট


শিপইয়ার্ডে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি, ১০ লাখ টাকার লোহা লুট

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি শিপইয়ার্ডে সংঘবদ্ধ ডাকাত দল রাতের অন্ধকারে গুলি ছুড়ে ভয়ভীতি তৈরি করে কোটি টাকার স্ক্র্যাপ লোহা লুট করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়, তবে ডাকাতরা সেসময়ে নির্বিঘ্নে পালাতে সক্ষম হয়। মঙ্গলবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূলীয় কদম রসুল এলাকায় অবস্থিত এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এই ঘটনা ঘটে।

শিপইয়ার্ডের কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানায়, রাতে সাগর উপকূলে একটি লাল ও একটি সাদা বোট নিয়ে আসা ডাকাত দল জলসীমার মধ্য দিয়ে শিপইয়ার্ডে প্রবেশ করে। তারা তখন শিপইয়ার্ডের বোটে কর্মরত মাঝি হরিমোহন দাশ, মো. নাসির উদ্দিন এবং মো. আয়াতুল্লাহসহ প্রহরীদের জোরপূর্বক জিম্মি করে মারধর করে আহত করে।

শিপইয়ার্ড কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে খবর দিলে, সীতাকুণ্ড মডেল থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ডাকাতরা গুলি চালায় এবং পুলিশও প্রতিরোধ হিসেবে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এক পর্যায়ে ডাকাতরা দুটি ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসএইচ এন্টারপ্রাইজের ম্যানেজার ফখরুল ইসলাম জিকু এই তথ্য নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক খায়ের উদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে তিনি ওই শিপইয়ার্ডে উপস্থিত ছিলেন, তবে ঘটনার বিস্তারিত জানানোর ক্ষেত্রে তিনি অনুপস্থিত ছিলেন এবং এ বিষয়ে থানার ওসির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

অন্যদিকে, সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×