টেকনাফে সমুদ্রে ভেসে যাওয়া জেলের মরদেহ উদ্ধার
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

কক্সবাজারের টেকনাফে মাছ ধরার সময় নিখোঁজ হওয়া ২৫ বছর বয়সী রিয়াজ উদ্দিনের মরদেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।
গত বুধবার দুপুরে মাছ ধরতে সমুদ্রে গিয়ে স্রোতে ভেসে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে টেকনাফের কচ্ছপিয়া ফিনিস ভাঙ্গা নৌঘাটের নিকটবর্তী সমুদ্র থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রিয়াজ উদ্দিন বাহারছড়ার কচ্ছপিয়ার মৃত মো. হাসানের ছেলে। স্থানীয় জেলে আলী হোসেন জানিয়েছেন, মাছ ধরার সময় স্রোতে ভেসে যাওয়ার পর রিয়াজ নিখোঁজ হয়ে যান এবং একদিনের তল্লাশির পর তার মরদেহ উদ্ধার হয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, "জেলে রিয়াজ উদ্দিন সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"