কাভার্ডভ্যানের চাপায় ২ ছাত্রদল নেতা নিহত
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৪৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ছাত্রদলের দুই নেতা, যারা মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। মোটরসাইকেল মেরামত শেষে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা, যা শোকের ছায়া নামিয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।
মৃতরা হলেন শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) এবং পাঁচ্চর ইউনিয়নের ছাত্রদল সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয় (৩২)। রোমান মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং দুর্জয় বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে। ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) সকালে তারা মোটরসাইকেল মেরামতের উদ্দেশ্যে ঢাকা যান। রাতে মেরামত শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে রাতেই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আহমেদ রোমানের দাফন সম্পন্ন হয় তার নিজ গ্রাম নলগোড়ার মৃধাকান্দিতে। আর মুজিবুল হক দুর্জয়ের জানাজা অনুষ্ঠিত হয় বাদ জোহর, বাহাদুরপুর পীর মঞ্জিলের মাঠে।
শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ বলেন, “নিহত দুইজনই আমার বন্ধু। আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিল।”