‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষাবোর্ড কর্মকর্তাকে আটকে রাখেন একদল তরুণ, হেফাজতে নিল পুলিশ


‘সমন্বয়ক’ পরিচয়ে শিক্ষাবোর্ড কর্মকর্তাকে আটকে রাখেন একদল তরুণ, হেফাজতে নিল পুলিশ

চট্টগ্রাম শহরের ব্যস্ত ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় সোমবার রাতে ঘটে এক আলোচিত ঘটনা। ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দেওয়া একদল তরুণ সরকারি এক কর্মকর্তাকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে অভিহিত করে তাকে ঘিরে ধরে দীর্ঘ সময় আটকে রাখে। ওই কর্মকর্তা হলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী সচিব ওসমান গণি।

পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওসমান গণিকে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি থানার হেফাজতেই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতের ওই ঘটনায় ষোলশহর রেলস্টেশনে ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া কয়েকজন তরুণের সঙ্গে ওসমান গণির বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা তাকে ঘিরে ফেলেন এবং থামিয়ে রাখেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সমন্বয়ক পরিচয় দেওয়া কয়েকজন তরুণ ওসমান গণিকে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে থানায় নিয়ে আসে। তিনি এখন থানা হেফাজতে আছেন।”

এ বিষয়ে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন। তিনি বলেন, “ওসমান গণির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা তাকে দেখে প্রতিবাদ জানায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×