আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি


আদালতে বিচার চলাকালে খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ চুরি

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালত পরিচালনার সময় বিচারক তার খাস কামরায় একটি আইফোন ১৪, একটি ভিভো-১২ মোবাইল ও মানিব্যাগ রেখে যান। পরে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি ওই ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগসহ ভেতরে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নিয়ে গেছে।

চুরি হওয়া দুটি মোবাইলের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা, বলে এজাহারে উল্লেখ রয়েছে।

বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আদালত চলাকালীন সময়ে বিচারকরা নিয়মিত তাঁদের মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়মে অতিরিক্ত জেলা জজ স্যার তা রেখেছিলেন। সেই সুযোগে অজ্ঞাত চোর দরজা খুলে ভেতরে প্রবেশ করে জিনিসপত্র নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।”

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, “মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। চুরি হওয়া সামগ্রী উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×