উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা


উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে শীতের হাওয়া। কয়েক দিন ধরে হালকা কুয়াশা পড়লেও শনিবার (১১ অক্টোবর) সকালে দেখা যায় ঘন কুয়াশার আবরণ। সঙ্গে ছিল হালকা ঠান্ডা হাওয়া, যা অনেকেই শীতের আগমনী বার্তা হিসেবে দেখছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, শনিবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলা জানালার ওপাশে ধোঁয়াটে কুয়াশা দেখে জেগে উঠেছেন তারা। অনেকে কুয়াশার মধ্যে হাঁটতে বের হন, আবার কেউ কেউ চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করেছেন এই আবহাওয়া।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে এবং কুয়াশাও পড়ছে। এটি মৌসুমি পরিবর্তনের লক্ষণ। তিনি আরও বলেন, আগামী কিছুদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×