আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার


আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার জানান, “রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে যায়। তবে কোন মামলায় বা কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা আমরা জানি না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তার অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং আধিপত্যের দ্বন্দ্বে উত্তেজনাও দেখা দেয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×