সাভারে ডিবি ছদ্মবেশে ২৫ লাখ টাকা ছিনতাই, ৯ ডাকাত গ্রেপ্তার


সাভারে ডিবি ছদ্মবেশে ২৫ লাখ টাকা ছিনতাই, ৯ ডাকাত গ্রেপ্তার

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত সাভারের রাজফুলবাড়িয়া ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের বরাত মতে, গত ২৫ সেপ্টেম্বর রাজফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টস থেকে তুরাগ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর সাভার মডেল থানা মামলা রুজু করলে তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

তদন্তের অংশ হিসেবে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান (ইদ্রিস), আফজাল হোসেন (উজ্জ্বল), মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। পুলিশের তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম ছিল এই ডাকাত দলের প্রধান।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×