তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা


তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে ঘণ্টাখানেক আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরে বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছান।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ফাওজুল কবির খান কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে আসেন। এরপর সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন।

হোটেল থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পর যানবাহন এক ইঞ্চিও নড়েনি, তখন তিনি মাথায় হেলমেট পরে মোটরসাইকেলে চড়ে যাত্রা চালানোর সিদ্ধান্ত নেন।

মোটরসাইকেলে উপদেষ্টা চলার সময় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময় সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ দ্রুত গাড়ি সরানোর ব্যবস্থা করেন, এবং যানজটে আটকা থাকা অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।

আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, “উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা দেন। সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়লে তিনি মোটরসাইকেলে যাত্রা চালান।”

জানা গেছে, বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের ব্যাখ্যা অনুযায়ী, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানজট দেখা দিয়েছে। এ মহাসড়ক পরিদর্শনের জন্যই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান ওই এলাকায় উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×