কুড়িগ্রামে দুধকুমার নদে ভেসে এল গন্ডারের মরদেহ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:১৯ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের নদনদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে দুধকুমার নদে গত রোববার থেকে গাছের গুঁড়ি, মৃত গরু, সাপ ও মাছ ভেসে আসার পর এবার ভেসে এসেছে গন্ডারের মরদেহ।
স্থানীয়রা জানান, বুধবার (৮ অক্টোবর) সকালে গন্ডারের মরদেহ নদে ভেসে আসে এবং পরে তা দুধকুমার নদের চরে আটকা পড়ে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও ঢলের কারণে ভারতেও প্রবল বন্যার খবর পাওয়া গেছে। সীমান্তের ওপারে পাহাড় ধ্বস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর প্রভাবে নদী হয়ে উঠেছে বিপদসংকুল, যা দিয়ে বিভিন্ন প্রাণীর মরদেহ ভেসে আসছে।
তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের স্থানীয়রা জানিয়েছেন, নদীর চরে আটকে থাকা গন্ডারের মরদেহটি শরীরে পচন ধরেছে। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, “বুধবার সকালে খবর পেয়ে কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতুর কিউরেটর জুয়েল রানা এবং উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থলে গিয়েছিলেন। মরদেহটি চরে আটকে ছিল এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।”
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান জানান, “গন্ডারটি বড় ও ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই ইউপি চেয়ারম্যানকে মরদেহটি নদীর চরে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।”