শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম


শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের দল কেবল উচ্চ কক্ষেই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রবর্তনের পক্ষে। তিনি বলেন, “ঐকমত্য কমিশনে আমরা বারবার বলেছি— আমরা শুধু উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে নয়। প্রথমে উচ্চ কক্ষে এটা প্রয়োগ করে দেখা যাক। যদি সফল হয় এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক প্রমাণিত হয়, তাহলে পরবর্তীতে নিম্ন কক্ষেও তা বিবেচনা করা যেতে পারে।”

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের এক রেস্টুরেন্টে জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শাপলা প্রতীক ইস্যুতে সারজিস আলম বলেন, “আমরা ইতিবাচকভাবে ভাবছি— প্রতীক সমস্যার সমাধান হবে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসনের সমাধান হয়েছে, তাহলে শাপলার কেন হবে না? আইনগতভাবে কোনো বাধা নেই। আশা করছি নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কোনো স্বেচ্ছাচারিতা করবে না। এটা যদি হয় তাহলে তারা নির্বাচন করার গ্রহণযোগ্যতাই হারিয়ে ফেলবে। তাই আমরা আশা করি খুব দ্রুত নির্বাচন কমিশনের কাছ থেকে ঘোষণা আসবে, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবে।”

নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, “আইনগতভাবে শাপলা আমাদের প্রাপ্য। আইনগতভাবে পাওয়ার পরও আপনারা দিচ্ছেন না, তার মানে আপনারা স্বেচ্ছাচারিতা করছেন। আবার বলছেন, শাপলা দিবো না কোনো ব্যাখাও দিবো না; তার মানে আপনারা কারো প্রভাবে দিচ্ছেন না। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই আচরণ করা যায় না। নির্বাচনের আগে যদি একটা দলকে তার আইনগতভাবে প্রাপ্য মার্কা দিতে গিয়ে এমন আচরণ করেন, তাহলে নির্বাচনের সময় কিভাবে আপনাদের ওপর আস্থা রাখবো?”

সরকারি উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “কিছু উপদেষ্টা শুধু রুটিন কাজ করছেন। আমরা চাই তারা প্রকাশ্যে বলুন— তাদের মন্ত্রণালয়ে কী কী সংস্কার করেছেন। কিন্তু দেখা যাচ্ছে, অনেকে কোন দল ক্ষমতায় আসতে পারে তা ভেবে তাদের সঙ্গে বেশি ওঠাবসা ও আলাপ করছেন। এ ধরনের আচরণ কিছু উপদেষ্টার ক্ষেত্রে স্পষ্ট।”

আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। তারা ফিরলে মানতে হবে অভ্যুত্থানটি মিথ্যা ছিল। ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা— এটি প্রশ্নবিদ্ধ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা দিনের বেলা বা রাতের বেলা স্বপ্ন দেখেন আওয়ামী লীগ ফিরে আসবে, তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন। তা না হলে আওয়ামী লীগ যে পথে গেছে, তারাও সে পথে যাবে।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল এবং জেলা সমন্বয়কারী আলাউল হকসহ অন্যান্য নেতারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×