কুমিল্লার হোমনায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু


কুমিল্লার হোমনায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর এলাকায় বজ্রপাতে তিন জনের প্রাণহানি ঘটেছে। রোববার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এই দূর্ঘটনাটি সংঘটিত হয় বলে জানা গেছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের সময় তিন জন নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।

মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন যুবক রয়েছেন। দুই নারীর বাড়ি হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামে এবং যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দিতে অবস্থিত।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×