ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- ভোলা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৫০ পিএম, ০৫ অক্টোবর ২০২৫

ভোলার তজুমদ্দিনে বৈদ্যুতিক চকেট থেকে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক মিয়া (২৭) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মন্তাজ মাস্টার বাড়ির সৌদি প্রবাসী মো. নাছির মিয়ার বড় ছেলে। রোববার (০৫ অক্টোবর) সকালে ৯টার সময় উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মন্তাজ মাস্টার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, মো. মানিক মিয়া পেশায় একজন অটোরিকশাচালক। সারাদিন গাড়ি চালিয়ে রাতে তিনি তার বাড়ীতে অটোরিকশা চার্জে বসিয়ে, সকল ৯ টার সময় বৈদ্যুতিক চকেট থেকে অটোরিকশার চার্জর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে একজন বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে যুবক মো.মানিক মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।