রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু


রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনাবাহিনীর এক সদস্য এবং তার সহকর্মী প্রাণ হারিয়েছেন। রোববার, ৫ অক্টোবর দুপুরের দিকে কেন্দ্রের ভেতরে অবস্থিত অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন সেনাসদস্য মো. আরিফ হাসান, বয়স ২৭, এবং ক্যাম্পে কর্মরত ধোপা হাসিব খান, যার বয়স ১৯ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরবেলা কাপড় শুকাতে গিয়ে হাসিব খান ছাদের একটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার সহকর্মী সেনাসদস্য আরিফ হাসান দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎতায়িত হন। পরে দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিলে পুরো ঘটনা জানানো যাবে।"

রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, “রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে এই ঘটনা ঘটেছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×