পারিবারিক বিরোধের জেরে নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৫৩ এম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রাশেদা বেগম লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ঘাতক ইমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ঘাতক ইমন হোসেন ওই নারীকে কিভাবে হত্যা করেছে সে বর্ণনাও পুলিশের কাছে দিয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, লক্ষ্মীপুর শহরের জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার এক পর্যায়ে ঘরের ভিতরে প্রবেশ করে ইমন। পরে দরজা আটকে বঁটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কুপাতে থাকে ইমন। এতে রাশেদার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে, ওই নারীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ঘরেই লুকিয়ে থাকে ঘাতক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘাতক ইমন হোসেনকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে ঘাতক ইমন হোসেন ও রাশেদা বেগম সম্পর্কে চাচি-ভাতিজা। দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারিকেল-সুপারি ও ইমনের স্ত্রীর সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ঘাতক ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয় বলে দাবি করেন পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে নারিকেল-সুপারি ও ইমনের স্ত্রীর সাথে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ঘাতক ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ঘাতক পুলিশের কাছে স্বীকার করেছে। ঘাতক ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।