ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আযম মোহাম্মদ আবু বক্কর, জেলা নায়েবে আমির মো. আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, শহর শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল হোসেনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্রক্ষমতায় বসেছে, তারাই দেশে নানা দুর্নীতি ও নির্বাচন নিয়ে তালবাহানা করে গেছে। দেশের মানুষ চায়, পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন হোক।”
তারা আরও বলেন, “আমরা যত ইসলামি দল আছে তাদেরকে একসাথে নিয়ে রাজনীতি করব, দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য।”
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, গণহত্যা, ‘আয়নাঘরে’ নির্যাতনসহ গত ১৫ বছরে গুম-খুনের বিচার দাবি করেন।